Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভূমি বিষয়ক তথ্য ও ফরম

ভূমি সংক্রান্ত তথ্য (হারদী ভূমি অফিস)

# অত্র হারদী ইউনিয়ন ভূমি অফিসের অধীন মোট ৯ টি মৌজায় মোট জমির পরিমাণ

  ৬৫১৫.৭৮ একর।

# মোট খতিয়ান সংখ্যা- ৬৩৭৫ টি।

# মোট খাস জমির পরিমাণ- ২৪২.৪১ একর।

# মোট অর্পিত সম্পত্তির পরিমাণ- ১৩০.৬৭৪৪ একর।

# পেরীফেরীভুক্ত হাট বাজার- ৩ টি।

 

ভূমি সংক্রান্ত সাধারণ তথ্য

# প্রতিটি ভূমি মালিকের ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ করা উচিৎ। ইহাতে জমির

  মালিকানা ঠিক থাকে জটিলতা এড়ানো যায়।

# জমির মালিকানা পরিবর্তন হলে জমি-জমা খারিজ করে নেওয়া উচিৎ।

# নাম খারিজ বা জমা খারিজের জন্য প্রয়োজনীয় কাগজ পত্রসহ নির্দিষ্ট ফরমে সহকারী

  কমিশনার (ভূমি) এর নিকট আবেদন করেত হয়। নাম খারিজ বা জমা খারিজের ফি ২৫০/=

  টাকা। কাগজপত্র সঠিক থঅকলে ৪৫ কর্ম দিবসের মধ্যে নাম খারিজ প্রক্রিয়া সম্পন্ন হয়।

# খতিয়ানের সার্টিফাইড কপির জন্য জেলা প্রশাসকের রেকর্ড রুম ডেপুটি কালেক্টরের নিকট

  আবেদন করতে হয়।