Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ইতিহাসের পাতায় ভূকশিমইল ইউনিয়ন পরিষদের স্বপ্নের কমপ্লেক্স
Details

স্বপ্নের মতো নির্মিত হলো ২নং ভূকশিমইল ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স। কখনো ভাবাই যায়নি যে হাকালুকির দক্ষিণ প্রান্ত ঘেষে বন্যা কবলিত এলাকায় এতো সুন্দর ভবন নির্মাণ হবে। কিন্তু সকল ভাবনাকেই পিছনে ফেলে দিল এই ভবনটি। আর এর পিছনে যার অসামান্য অবদান রয়েছে তা অকপঠে স্বীকার করতে হবে তিনি হলে আমাদের ভূকশিমইল ইউনিয়নের অন্যতম কৃতি সন্তান বর্তমান চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম রেনু। এই কমপ্লেক্স অনুমোদন করাতে তিনি কতটুকু পরিশ্রম করেছেন তা আমার নিজ চোখে খুবই কাছে থেকে অবলোকন করেছি। বার বার মন্ত্রণালয়ে দৌড়ঝাপ দিয়েছেন নি:স্বার্থ ভাবে কেবল ইউনিয়নবাসীর জন্য। অবশেষে তিনি কাজের সফলতা অর্জন করেই ছাড়লেন। ভবনটির চিত্র স্বচক্ষে না দেখলে কেহ বিশ্বাস করবেন না যে, কত সুন্দর ভাবে কাজটি সম্পন্ন করা হয়েছে। সম্পূর্ণরূপে একটি আধুনিক মডেলে ভবনটির কাজ করানো হয়েছে। চেয়ারম্যান সাহেবের নিজের পছন্দের রং দিয়ে রাঙিয়ে তুলেছেন ভবনটি। নতুনত্ব ও আকর্ষনীয় ভাবে গড়ে উঠেছে কমপ্লেক্স ভবনটি।

Images
Attachments