Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গৌড়করণ নুরুল ইসলাম দাখিল মাদ্রাসা

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

প্রতিষ্ঠকাল হইতে দীর্ঘদিন সরকারী সিলেবাস ছাড়া লেখা পড়া করানো হয়। ১৯৮৯ইং সনে বাংলাদেশ মাদরাসা শিÿাবোর্ড ঢাকা এর অধীনে ইবতেদায়ী ৫ম শ্রেণী পর্যমত্ম স্বীকৃতি পায়এবং ১৯৯৬ইং সনে নবম শ্রেণী পর্যমত্ম একাডেমিক অনুমতি লাভ করে। ১৯৯৭ইং সনে দাখিল মাদ্রসা হিসাবে স্বীকৃতি হয়। ২০০০ইং সন হইতে মাদরাসাটি এমপিও ভুক্ত হয়।

 

১৯৯৮ইং সন হইতে দাখিল পরীÿায় ছাত্রছাত্রীর অংশগ্রহন করিয়া বর্তমান পর্যমত্ম পরীÿায় কৃতিত্বের স্বাÿর রাখিতেছে। মাদ্রসায় মোট ১৩ শিÿক ও ৩ জন কর্মচারী রহিয়াছেন। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ৩৯৭ জন অধ্যয়ন করিয়াছে।

 

মাদ্ররাসায় ছাত্র ছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি জাতীয় ও স্থানীয় খেলাধুলায় অগ্রণী ভূমিকা পালন করিতেছে। জাতীয় স্কুল মাদ্রারাসা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করিয়া উজ্জ্বল দৃষ্টামত্ম স্থাপন করিয়াছে। তাছাড়া জাতীয় ক্রিকেট ও ফুটবল খেলায় বারবার উপজেলা পর্যায়ে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করিয়াছে এবং ক্রিকেট খেলায় বিভাগীয় চ্যম্পিয়ন হইয়া কুমিলস্না অঞ্চল পর্যমত্ম খেলায় অংশগ্রহণ করিয়াছে।

 

মাদ্ররাসাটি একটি সুন্দর পরিসরে অবস্থান করিতেছে। দুইটি দ্বিতলা একাডেমিক ভবন ও ১টি একতলা ভবন রহিয়াছে।

 

মাদ্ররাসাটি প্রাচীর ও মাঠ ভরাটের চূড়ামত্ম অভাব রহিয়াছে এই জন্য উর্দ্ধতন কর্তৃপÿÿর আশু দৃষ্টি কামনা করা যাইতেছে।