বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ২নং ভূকশিমইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাবদা গ্রামে কৈয়াদান্নি(আনফানাই) নদীর তীরে অবস্থিত।এটি একটি পাকা ভবন ও একটি আধাপাকা ভবন নিয়ে গঠিত। এতে মোট ৫টি শ্রেণিকÿও একটি অফিস কÿআছে।বর্তমানে(২০১২খ্রি.)এই বিদ্যালয়ে ২০০ জন শিÿাথী ও ৬ জন শিÿক কর্মরত আছেন। বিদ্যালয়টি নদীর তীরবর্তী হওয়ায় প্রতি বছর নদীভাঙ্গনের মুখে পড়ে তাই নদীর তীরেগার্ড ওয়াল দেয়া প্রয়োজন। উপজেলা সদর হতে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ১২ কিলোমিটার |
১৮৬৯ সালে জাবদা গ্রামের স্বনামধন্য সমাজ সেবক মো: রিয়াছত আলী ,ইছবার আলী,মাহমুদ আলী ও মছদ্দর আলী তাদের নিজ জমীর একাংশে গ্রামের সর্বসত্মরের জনসাধারণের সহযোগীতায় এবং সরকারি অনুদানে নিজ গ্রামের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয়। |
বর্তমান পরিচালনা কমিটির সদস্যদের তথ্য |
|
মো: আজিজুর রহমান (বিদ্যোৎসাহী পুরম্নষ ক্যাটাগরি) গ্রাম- জাবদা, ডাক-ভূকশিমইল। |
বিগত ৫ বছরের সমাপনী পরীÿার ফলাফল |
|
শিÿাবৃত্তির তথ্য |
|
অর্জন | ২০১০ সালের প্রাথমিক শিÿা সমাপনী পরীÿায় ১০০% শিÿর্থী ইত্তীর্ণ। |
ভবিষ্যত পরিকল্পনা | শিশু জরীপ অনুযায়ী ১০০% ভর্তি নিশ্চিত করে শিÿার মানোন্নয়ন, সকল শিশুর শিখন এবং উচ্চতর মূল্যবোধ নৈতিকতার উন্নয়ণ করার মধ্যমে একটি মডেল বিদ্যালয়ে রূপামত্মর করা। |
সৈয়দ ছিদ্দিক আলী, প্রধান শিÿক, জাবদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭১৫৯২৭১৫৭। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস