বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ২নং ভূকশিমইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুক্তাজিপুর গ্রামে বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকির দÿÿণ তীর ঘেষে অবস্থিত।এটি একটি আধাপাকা প্রায় জরাজীর্ণ ভবন । এতে মোট ৩টি শ্রেণিকÿ ও একটি অফিস কÿ আছে।বর্তমানে(২০১২খ্রি.)এই বিদ্যালয়ে ২৩৮ জন শিÿাথী ও ৪ জন শিÿক কর্মরত আছেন। কখনও কখনও বন্যায় বিদ্যালয়টির মেঝেতে পানি ঢুকে যায় তখন পাঠদানে মারাত্নক বিঘ্ন ঘটে।প্রায় প্রতিবছর বন্যায় দেয়াল,মেঝে,গ্রীল ও প্রবেশপথের অনেক ÿতি করে থাকে। উপজেলা সদর হতে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার
১৯৫০সালে মুক্তাজিপুরগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ একত্র হয়ে আলোচনা পূর্বক নিজগ্রামের নামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিশিষ্ট সমাজ সেবক মরহুম মো: হাবিব উলস্নাহ ১৫ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় আরো ১৫ শতাংশ জমি বিদ্যালয়ের জন্য সংগ্রহ করা হয় । ১৯৭৩ সালে জাতীয় করণকরা হয়। |
শ্রেণিভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যা |
|
বর্তমান পরিচালনা কমিটির সদস্যদের তথ্য |
|
বিগত ৫ বছরের সমাপনী পরীÿার ফলাফল |
|
শিÿাবৃত্তির তথ্য |
|
অর্জন | ২০১২ সালে আমত্ম:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় ২য় শ্রেণির ছাত্রী স্মৃতি পরীÿা বিষয়ে উপজেলা পর্যায়ে ১ম স্থান লাভ করে। |
ভবিষ্যত পরিকল্পনা | শিশু জরীপ অনুযায়ী ১০০% ভর্তি নিশ্চিত করে শিÿার মানোন্নয়ন, সকল শিশুর শিখন এবং উচ্চতর মূল্যবোধ, নৈতিকতার উন্নয়ণকরে বিদ্যালয়টিকে মডেল বিদ্যালয়ে রূপামত্মর করা। |
যোগাযোগ | মামুন আহমদ চৌধুরী,প্রধান শিÿক,মুক্তাজিপুরসরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭১৮৪৭৬৮৯৩। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস