বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ২নং ভূকশিমইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মদনগৌরীগ্রামে বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকির দÿÿণ তীর ঘেষে অবস্থিত।এটি একটি পাকা ভবন । এতে মোট ৩টি শ্রেণিকÿও একটি অফিস কÿআছে।বর্তমানে(২০১২খ্রি.)এই বিদ্যালয়ে ১৩০জন শিÿাথী ও ৪জন শিÿককর্মরত আছেন। বিদ্যালয়টিতে একটি ছোটখেলার মাঠ আছে। বিদ্যালয়ের উত্তরপাশ দিয়ে বয়ে গেছে একটি পাকা রাসত্মা ।কখনও কখনও বন্যায় বিদ্যালয়টির মেঝেতে পানি ঢুকে যায় তখন পাঠদানে মারাত্নক বিঘ্ন ঘটে।প্রায় প্রতিবছর বন্যায় দেয়াল,মেঝে,গ্রীল ও প্রবেশপথের অনেক ÿতি করে থাকে। উপজেলা সদর হতে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ১১কিলোমিটার |
১৮৮২সালে মদনগৌরীগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ একত্র হয়ে আলোচনা পূর্বক নিজগ্রামের নামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। দীর্ঘ দিন যাবত বিদ্যালয়টি মদনগৌরী ও জালালপুর গ্রামের মধ্যবর্তী স্থানে সরকারি দিঘি নামে পরিচিত দিঘির পাড়ে বেড়া বিহীন একটি কাঁচা ঘরে পাঠদান কার্যক্রম পরিচালিত। অবশেষে ১৯৯৪ সালে মদনগৌরী গ্রামের বিশিষ্ট সমাজ সেবকশিÿা দরদী মরহুম মো: আব্দুর রশিদ ও সাহা মোহাম্মদ(সাহা মান্দ) তাঁদের ৩২শতাংশজমি বিদ্যালয়ের নামে দান করলে এলাকার সর্বস্থরের জনসাধারণের স্বক্রীয় সহায়তায় এবং সরকারি অনুদানে বর্তমান স্থানে বিদ্যালয়ের জন্য স্থায়ী গৃহ নির্মান করে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ১৯৭৩ সালে জাতীয় করণকরা হয়। |
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
১ম | ১৪ | ১১ | ২৫ |
২য় | ০৯ | ০৮ | ১৭ |
৩য় | ১০ | ১০ | ২০ |
৪র্থ | ০৮ | ০৭ | ১৫ |
৫ম | ১০ | ১৫ | ২৫ |
মোট | ৫৪ | ৫১ | ১০৫ |
ক্র.নং | সদস্যদের নাম | গ্রাম | ক্যাটাগরি | পদবী |
০১ | হাজী মো: ছওয়াব আলী | মদনগৌরী | বিদ্যোৎসাহী পুরম্নষ | সহসভাপতি |
০২ | মোছা: রিনা খানম | মদনগৌরী | মেধাবী ছাত্রের অভিভাবক সদস | সদস্য |
০৩ | মো: বাবুল মিয়া | মদনগৌরী | অভিভাবক সদস্য | সদস্য |
০৪ | মোছা: আনোয়ারা বেগম | মদনগৌরী | অভিভাবক সদস্য | সদস্য |
০৫ | কাঞ্চন রানী দাস | জালালপুর | বিদ্যোৎসাহী মহিলা | সদস্য |
০৬ | মো: মাতাব মিয়া | মদনগৌরী | ইউ/পি সদস্য | সদস্য |
০৭ | মোছা: রম্নমা খানম | মদনগৌরী | বিদ্যোৎসাহী মহিলা ্য | সদস্য |
০৮ | মো:মুছলেহ উদ্দিন | কুরবানপুর | মাধ্যমিক শিÿক প্রতি | সদস্য |
০৯ | মো: আসুক মিয়া | মদনগৌরী | অভিভাবক সদস্য | সদস্য |
১০ | মো: নজমুল ইসলাম | ভূকশিমইল | বিদ্যা. শিÿক প্রতিনিধি | সদস্য |
১১ | ক্যামলী রানী পাল | জয়চন্ডী | প্রধান শিÿক | সদস্য সচিব |
পাশের সন | ডি.আর.ভুক্ত | অংশগ্রহন | পাশ | পাশের হার |
২০১১ | ১৮ | ১৬ | ১৪ | ৮৭% |
২০১০ | ১৬ | ১৬ | ১৩ | ৮১% |
২০০৯ | ১৪ | ১২ | ০৯ | ৭৫% |
২০০৮ | ১৫ | ১৫ | ১০ | ৬৭% |
২০০৭ | ১৬ | ১৬ | ১০ | ৬২% |
সন | ট্যালেন্টপুল | সাধারণ | মোট |
২০১১ | - | - | - |
২০১০ | - | - | - |
২০০৯ | - | - | - |
২০০৮ | - | - | - |
২০০৭ | - | - | - |
২০০৫ সালে একটি ছাত্র উপজেলা পর্যায়ে শিশু প্রতিযোগীতায় পুরষ্কার লাভ করে।
শিশু জরীপ অনুযায়ী ১০০% ভর্তি নিশ্চিত করে শিÿার মানোন্নয়ন, সকল শিশুর শিখন এবং উচ্চতর মূল্যবোধ নৈতিকতার উন্নয়ণকরা। |
শ্যামলী রানী পাল,প্রধান শিÿক,মদনগৌরীসরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭৪৫৫৮৪৬৩৯ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস