বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ২নং ভূকশিমইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চিলারকান্দি গ্রামে অবস্থিত। এটি হাকালুকি হাওরের দÿÿণ প্রামেত্ম দুর্গম এলাকায় অবসিত্মত।এটি একটি পাকা ভবন । এতে মোট ৩টি শ্রেণিকÿ ও একটি অফিস কÿ আছে।বর্তমানে(২০১২খ্রি.)এই বিদ্যালয়ে ১৩৫ জন শিÿাথী ও ৪ জন শিÿক কর্মরত আছেন। কখনও কখনও বন্যায় বিদ্যালয়টির মেঝেতে পানি ঢুকে যায় তখন পাঠদানে মারাত্নক বিঘ্ন ঘটে।প্রায় প্রতিবছর বন্যায় দেয়াল,মেঝে,গ্রীল ও প্রবেশপথের অনেক ÿতি করে থাকে। উপজেলা সদর হতে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ১০ কিলোমিটার।
১৯৮৪ সালে অত্র চিলারকান্দি গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ এলাকায় শিÿার বিসত্মারের স্বার্থে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের মনস্থির করেন। এলাকার বিশিষ্ট সমাজ সেবক মরহুম ছমরম্ন মিয়া,গেন্দু মিয়া,কাদির মিয়া ,হারম্নন মিয়া গং রা বিদ্যালয়ের জন ৪২ শতাংশ জমি দান করলে সর্বস্থরের সজসাধারণের সহযোগীতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।১৯৯০ সালে বিদ্যালয়টি রেজিস্ট্রেশন লাভ করে এবং ১৯৯১ সালে এমপিও ভুক্ত হয়।
শ্রেণিভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যা |
|
বর্তমান পরিচালনা কমিটির সদস্যদের তথ্য |
|
বিগত ৫ বছরের সমাপনী পরীÿার ফলাফল |
|
শিÿাবৃত্তির তথ্য |
|
অর্জন | ২০০৯ সালে বৃত্তি লাভ। |
ভবিষ্যত পরিকল্পনা | শিশু জরীপ অনুযায়ী ১০০% ভর্তি নিশ্চিত করে শিÿার মানোন্নয়ন, সকল শিশুর শিখন এবং উচ্চতর মূল্যবোধ, নৈতিকতার উন্নয়ণকরে বিদ্যালয়টিকে মডেল বিদ্যালয়ে রূপামত্মর করা। |
যোগাযোগ | স্বপনকুমার বৈদ্য,প্রধান শিÿক,চিলারকান্দি রেজি.প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭২১৫০৮৩৩৩। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস