বিদ্যালয়টি হাকালুকি হাওরের দক্ষিন পাশে বাদে ভুকশিমইল গ্রামে অবস্থিত। হাওর বেষ্টিত নিম্নাঞ্চলের এই গ্রামটি শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে ছিল। সেই পিছিয়ে পড়া জন গোষ্ঠির মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মো: রফিকুল ইসলাম রেনু সাহেব একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য এলাকার সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ১৯৯৬ সালে জাতীর জনক বঙ্গবন্ধুর নামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট | মমত্মব্য |
৬ষ্ঠ | ৫০ | ৪৫ | ৯৫ |
|
৭ম | ৩৯ | ৫১ | ৯০ |
|
৮ম | ৩৮ | ৪২ | ৮০ |
|
৯ম | ২৯ | ৩১ | ৬০ |
|
১০ম | ১৬৭ | ১৯৮ | ৩৬৫ |
|
মোট | ১৬৭ | ১৯৮ | ৩৬৫ |
|
কৃতিত্ব: বিদ্যালয়টি বিভিন্ন বৎসর জুনিয়র বৃত্তি লাভ করে আসছে। জে.এস.সি পরীক্ষায় দুই বার শতভাগ পাশের সফলতা অর্জন করে। জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা/০৮ এবং ২০১০ সালে ব্যাডমিন্টন প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস