বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ২নং ভূকশিমইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভূকশিমইল গ্রামের উত্তর-পূর্বাংশ ‘‘কাইরচক নামক’’ পাড়ায় বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকির দÿÿণ তীর ঘেষে অবস্থিত। এটি একটি আধাপাকা প্রায় জরাজীর্ণ ভবন । এতে মোট ৩টি শ্রেণিকÿ ও একটি অফিস কÿ আছে।বর্তমানে(২০১২খ্রি.)এই বিদ্যালয়ে ১৬৯ জন শিÿাথী ও ৪ জন শিÿক কর্মরত আছেন। কখনও কখনও বন্যায় বিদ্যালয়টির মেঝেতে পানি ঢুকে যায় তখন পাঠদানে মারাত্নক বিঘ্ন ঘটে।প্রায় প্রতিবছর বন্যায় দেয়াল,মেঝে,গ্রীল ও প্রবেশপথের অনেক ÿতি করে থাকে। উপজেলা সদর হতে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।
১৯৯৭সালে তৎকালিন সরকার যে সকল গ্রামে বিদ্যালয় নেই সে সকল গ্রামে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহন করলে তার অংশ হিসেবে ‘‘কাইরচক কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়’’ নামে উক্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালে সরকারি সিদ্ধামেত্মর অংশ হিসেবে এই বিদ্যালয়টিকে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়।বিদ্যালয়ের জমি দাতা মো: তারা মিয়া গং। |
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
১ম | ২৪ | ২৪ | ৪৮ |
২য় | ১৬ | ১৯ | ৩৫ |
৩য় | ১৪ | ১৭ | ৩১ |
৪র্থ | ১৪ | ১৩ | ২৭ |
৫ম | ১২ | ১৬ | ২৮ |
মোট | ৮০ | ৮৯ | ১৬৯ |
ক্র.নং | সদস্যদের নাম | গ্রাম | ক্যাটাগরি | পদবী |
০১ | আব্দুল মতলিব | ভূকশিমইল | অভিভাবক সদস্য | সহসভাপতি |
০২ | মো: হাবিবুর রহমান | ভূকশিমইল | বিদ্যোৎসাহী পুরম্নষ | সদস্য |
০৩ | জইন উদ্দিন আহমদ | জালালপুর | মাধ্যমিক শিÿক প্রতি. | সদস্য |
০৪ | তারা মিয়া | ভূকশিমইল | জমিদাতা সদস্য | সদস্য |
০৫ | নিহারা বেগম | বড়দল | ইউ/পি সদস্য | সদস্য |
০৬ | নিত্যানন্দ রায় | জালালপুর | অভিভাবক সদস্য | সদস্য |
০৭ | শেফালী দাস | জালালপুর | অভিভাবক সদস্য | সদস্য |
০৮ | আম্বিয়া বেগম | ভূকশিমইল | অভিভাবক সদস্য | সদস্য |
০৯ | হাফিজ ফয়জুর রহমান | ভূকশিমইল | মেধাবী ছাত্রের অভিভাবক সদস্য | সদস্য |
১০ | মো: রফিকুল ইসলাম | ভূকশিমইল | বিদ্যা. শিÿক প্রতিনিধি | সদস্য |
১১ | মোহাম্মদ ফয়জুর রহমান | ভূকশিমইল | প্রধান শিÿক | সদস্য সচিব |
পাশের সন | ডি.আর.ভুক্ত | অংশগ্রহন | পাশ | পাশের হার |
২০১১ | ২৭ | ২৬ | ২৫ | ৯৬% |
২০১০ | ২৩ | ২১ | ২০ | ৯৫% |
২০০৯ | ২৫ | ২৫ | ১৫ | ৬০% |
২০০৮ | ২৩ | ২৩ | ১৮ | ৭৫% |
২০০৭ | ২৪ | ২৪ | ১৪ | ৬০% |
সন | ট্যালেন্টপুল | সাধারণ | মোট |
২০১১ | - | - | - |
২০১০ | - | - | - |
২০০৯ | - | - | - |
২০০৮ | - | - | - |
২০০৭ | - | - | - |
শতভাগ ভর্তি
শিশু জরীপ অনুযায়ী ১০০% ভর্তি নিশ্চিত করে শিÿার মানোন্নয়ন, সকল শিশুর শিখন এবং উচ্চতর মূল্যবোধ, নৈতিকতার উন্নয়ণ করে বিদ্যালয়টিকে মডেল বিদ্যালয়ে রূপামত্মর করা।
মোহাম্মদ ফয়জুর রহমান, প্রধান শিÿক, কাইরচক রেজি. প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭১৮৫৩৮৭৭৫।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস