বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ২নং ভূকশিমইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভূকশিমইল গ্রামে বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকির দÿÿণ তীর ঘেষে অবস্থিত।এটি একটি পাকা ভবন ও একটি আধাপাকা গৃহ নিয়ে গঠিত।আধাপাকা গৃটি জরাজীর্ণ। এতে মোট ৪টি শ্রেণিকÿ ও একটি অফিস কÿ আছে।বর্তমানে(২০১২খ্রি.)এই বিদ্যালয়ে ৩১১ জন শিÿাথী ও ৫জন শিÿকের পদ রয়েছে।বর্তমানে প্রধান শিÿকের পদ শুন্য রয়েছে। বিদ্যালয়টিতে কোন খেলার মাঠ নেই। বিদ্যালয়ের দÿÿণ পাশ দিয়ে বয়ে গেছে একটি পাকা রাসত্মা এবং সম্মুখে একটি বড় পুকুর আছে।কখনও কখনও বন্যায় বিদ্যালয়টির মেঝেতে পানি ঢুকে যায় তখন পাঠদানে মারাত্নক বিঘ্ন ঘটে।প্রায় প্রতিবছর বন্যায় দেয়াল,মেঝে,গ্রীল ও প্রবেশপথের অনেক ÿতি করে থাকে। উপজেলা সদর হতে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার
১৮৮০ সালে ভূকশিমইল গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ একত্র হয়ে আলোচনা পূর্বক নিজগ্রামের নামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রথমে বিভিন্ন স্থানে অস্থায়ী ভাবে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। পরবর্তীতে বিশিষ্ট সমাজ সেবক মরহুম ইয়াকুব আলী মাস্টার,মরহুম আইয়ূব আলী ও মরহুম নজিব আলী তাঁদের ৩৩ শতক জমি বিদ্যালয়ের নামে দান করলে এলাকার সর্বস্থরের জনসাধারণের স্বক্রীয় সহায়তায় বিদ্যালয়ের জন্য স্থায়ী গৃহ নির্মান করে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়।মরহুম মো: আব্দুল মালিক সাহেব প্রধান শিÿক থাকাকালে জনাব প্রদ্যোৎকুমার দে, জনাব মো: মাসুক মিয়া সহ অন্যান্য শিÿক গণের সক্রিয় সহায়তায় বিদ্যালয়টি উন্নতির চরম শিখরে পৌছে যায়। তৎসময়ে বিদ্যালয়টি কুলাউড়া উপজেলার অন্যতম সেরা প্রাথমিক বিদ্যালয়ে রূপামত্মরিত হয়।১৯৭৩ সালে জাতীয় করণের পর থেকে অদ্যাবধি সুনামের সাথে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। |
মোট ছাত্র-ছাত্রী | ৩১১ জন | ||||||||||||||||||||||||||||
শ্রেণিভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যা |
|
বর্তমান পরিচালনা কমিটির সদস্যদের তথ্য |
|
বিগত ৫ বছরের সমাপনী পরীÿার ফলাফল |
|
শিÿাবৃত্তির তথ্য |
|
অর্জন | ২০১২ সালে ৪র্থ শ্রেণি ছাত্র পলস্নীগীতি ও ভাটিয়ালী গানে ১ম স্থান লাভ। |
ভবিষ্যত পরিকল্পনা | শিশু জরীপ অনুযায়ী ১০০% ভর্তি নিশ্চিত করে ঝরে পড়া শুন্যের কোটায় নামিয়ে আনা এবং ১০০ ভাগ পাশ নিশ্চিত করা। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এবং বিভাগীয় উর্দ্ধতন কর্তৃপÿÿর সহায়তায় বিদ্যালয়টির যথাসাধ্য উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে একটি মডেল বিদ্যালয়ে রূপামত্মর করা। |
| প্রমেশ কুমার বর্ধন,ভারপ্রাপ্ত প্রধান শিÿক,ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।, মোবাইল-০১৭১৯০৪৬৯৫৯ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস